নিভৃত জল

বয়সী পাতার দীর্ঘশ্বাসে ব্যথারা জাগে
ঘাসপথে বিরহী যামিনীর নূপুর রেশে
কোন লক্ষ্যভেদী শিকারী চোখের ফাঁদে
আত্মবধী হরিণীও ক্ষণিক মায়ায় কাঁদে।
গোপন কালপাত্রে জমানো নারীর দুঃখ
পৃথিবীপুরুষের দম্ভে অকারণ বাড়ে
দিকভোলা বকনারীরা দূরপথের বাঁকে
শেষদিনে কেবলই গায় মনভাঙা গান ।
তবু কবির ভাঙা কলম,শূন্য খাতায়
জোনাকির মৌনতায় শব্দপাখির বুকে
নীল অশরীরী কবিতা শরীর জাগে।
বুকের ওম ফেলে কে যায়? কে যায়..
ফোঁটা ফোঁটা জল রয়ে যায় নিভৃতে!